কোথায় চলেছেন?
ফেরেশতাদের দলে ভিড়ে
ঊর্ধলোকের সিঁড়ি বেয়ে—
আপনাকে ঘিরে রাখে পবিত্র মেঘের সমাবেশ…
কোথায় চলেছেন—
সৌম্য শান্ত শুভ্র দাড়িওয়ালা কামেল দরবেশ?
আকাশের ওপারে—
বিশ্বরাজের দরবারে আপনি মেহমান আজ
এখানে পড়ে থাকে অসহায় এতিম সমাজ
চোখের পানির ঢল শুষতে পারে না জমিন
তার বুকেও ঘন ব্যথার আবেশ!
কোথায় চলেছেন—
আমাদের প্রাণের দরবেশ?
চলে গেছেন আপনি, ফিরবেন না আর
ইতিহাসে জমে রবে বোঝা বোঝা নীরব হাহাকার
শূন্যতার এই যে শুরু, কী হবে তার অবশেষ?
আমাদের কাঁদিয়ে
কোথায় চলেছেন—
বাংলার কিংবদন্তী দরবেশ?
শিক্ষার্থী, মারকাযুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশ, ভাকুর্তা, সাভার, ঢাকা
অক্টোবর ২০২০