শান্ত সকাল। সবুজ তেপান্তর। শ্যামলিমাময় চারিদিক। সুখকল্লোল। আকাশের ভব্য ছায়া। চারিদিক, সুখ সুখ।
হিংসায় জ্বলছে পৃথিবী, একদল শ্বাপদ। শৃগালের দল। একটি টেবিল; রূদ্ধদ্বার বৈঠক। মুখ্য প্রতিপাদ্য : ইহুদি-খ্রিস্টান, এক হও এক হও। আমেরিকার দোসরাপুত্তুর, জাতিসংঘের মদদ। গড়ে ওঠে বসতি, জনপদ। যাযাবর ইহুদি জাতি, ছড়িয়ে ছিটিয়ে থাকা, প্রান্তে প্রান্তে পৃথিবীর। বাস করে এক সামিয়ানার নিচে। একটি বিরাটকায় শান্তিনিবাসে। সুন্দরের নীড়ে।
কিছুদিন পর। প্রাণের কুদস, শান্তির রাজধানী। আল মাকদিস, স্মৃতিবিজড়িত কিবলা, হয়ে যায় রক্তরঙা। ফ্যাকাশে। আকাশে ফানুস ওড়ে তাজা তাজা খুন নিয়ে। ফারিসদের রক্ত নিয়ে। নাফিসদের টুকরো টুকরো মাংস নিয়ে। ট্যাংকের গর্জন, বন্দুকের নল, অভিশপ্ত ইহুদিরা বুটÑসদ্য দাঁত গজানো নাবিদের বুক বরাবর; প্রতিদিনকার গল্প।
শিশুর হাসি; ভূতুড়ে কাশি। মায়ের মুখ; বাজারফেরা ছেলের মুখ না-দেখার শোক। স্কুলে নেয়া নাফিসের টিফিন-বিস্কিট; বেদনার শ্লোক। শিশুর চাহনি; বাবার রক্তাভ চেহারার ছবি। কান্না; থেমে গেছে। প্রতিবাদ; থেমে গেছে। পৃথিবী; থেমে গেছে। ঢেকে গেছে মানবতার মুখ। দুঃখে দুঃখে। জলোচ্ছ¡াসে। নীরব কান্না, সরব শোক, মিশেল কুদস; ধূসর ধূসর!
আমার কুদস!
প্রাণের আকসা!
ফিরে এসো। বুকে এসো। প্রাণ খুলে হাসো। তোমাকে হারলে হেরে যাবে মদিনা। মদিনা হারালে হারাবে মক্কা। মক্কা হারলে শেষ বাইতুল্লাহ। শেষ পৃথিবী।
প্রাণ দিয়ে চাই, ফিরে এসো, ফিরে এসো আকসা, ভালোবাসার আল-কুদস!
নবধ্বনি, ফেব্রুয়ারি ২০১৮