বই এবং বই পড়া নিয়ে কিছু সুন্দর কথা খুঁজে পেলাম হঠাৎ করে। কে বলেছেন তা উলেখ নেই। তবে কথাগুলো সত্যি মনে ধরার মত। বইপ্রেমীরা বইয়ের প্রেমে আরও বুঁদ হবেন এই আশায় সেগুলো তুলে দিলাম এখানে।
বই এই পৃথিবীতে মানুষের মুখের বিকল্প। তাই যা পড়ো তার সব বিশ্বাস করো না।
বইকে ভালোবাসি। এজন্য নয় যে আমি দুনিয়াত্যাগী। বরং এক জীবনে সন্তুষ্ট নই আমি। বই পড়া আমাকে বহু জীবনের স্বাদ দেয়।
যদি কোনো বইয়ের শেষ পাতা উল্টানোর সময় মনে হয় যে একজন প্রিয় বন্ধুকে হারাচ্ছ তাহলে বুঝবে সত্যিই চমৎকার একটি বই পড়েছ।
ভালো বইয়ের অভাব নেই। তবে ভাল পাঠকের বড় অভাব।
বইয়ের মত জাহাজ কি আর আছে? এক জগত থেকে আরেক জগতে ঘুরে বেড়াই আমরা বইয়ের মধ্য দিয়ে।
বইই আসল বন্ধু। তোমার সব রাগ যদি বইয়ের ওপর ঝাড়ো তবু বই তোমাকে কাছে টেনে নিবে। কখনো ছেড়ে যাবে না।
প্রতিটি বইয়ের পেছনে একটি চিন্তা থাকে। আর প্রতিটি চিন্তা উন্নতির ধাপ।
বই এমন বন্ধু যা কখনো বিশ্বাসঘাতকতা করে না।
বই এই পৃথিবীর শ্রেষ্ঠ গচ্ছিত সম্পদ, নানা জাতির সবচে মূল্যবান ত্যাজ্য সম্পত্তি।
বইপ্রেম হলো বিরক্তির সময়গুলোকে আনন্দের সময়ে পরিবর্তনের মাধ্যম।
পৃথিবীতে বইই শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক সম্পদ।
টাকার ভান্ডার গড়ে তোলার চেয়ে বইয়ের ভান্ডার গড়ে তোলা অনেক সহজ।
আমরা যখন বই জমাই তখন বই না বরং সুখ জমাই।
বই ছাড়া বাড়ি প্রাণ ছাড়া দেহের মত।
বই পড়া মনের ব্যয়াম।
বইই পথ দেখায় সভ্যতার।
বাড়ির নানা আসবাবপত্রের মত যখন আমরা একটি লাইব্রেরির প্রয়োজন অনুধাবন করব তখন বোঝা যাবে আমরা সভ্য হয়েছি।
খাদ্য ছাড়া যেমন দেহের বৃদ্ধি ঘটে না তেমনি বই পড়া ছাড়া বুদ্ধি বাড়ে না।
বই এমন বন্ধুকে যাকে কখনো বিরক্ত লাগে না।
কম পড়ো। তবে প্রতিটি শব্দ অনুধাবন করে পড়ো।
বেশি পড়ায় কোন কৃতিত্ব নেই। বরং বুঝে পড়াই আসল।
যখন আমি কোনো নতুন বই পড়ি তখন মনে হয় আমি নতুন কোনো বন্ধুর সাথে পরিচিত হলাম। যখন দ্বিতীয়বার কোনো বই পড়ি তখন মনে হয় আমি কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছি।
বইয়ের চেয়ে ভাল সঙ্গী আর হয় না।
বই ছোটবেলা শিক্ষক। বার্ধক্যে সান্ত্বনা আর একাকিত্বের বন্ধু।
তুমি কী পড়ো আমাকে বলো, আমি বলে চদিব তুমি কেমন।
যারা বই লিখে সবাই সাধুবাদ পাওয়ার আশা করে। কিন্তু ইয়া বড় অভিধান রচয়িতা শুধুমাত্র নিন্দা থেকে বাঁচার আশাই করতে পারেন।
© 2021 নবধ্বনি - Developed by Shabaka IT