রাশিয়া ইরান হিজবুল্লাহ, আমেরিকা ইসরাইল তুরস্ক ও সৌদি, এবং আবু বকর বাগদাদির আইএস; ত্রিমুখী যুদ্ধ। মসুল দখলের পর যদিও আইএস নেই, ইসরাইল-আমেরিকার আইএস-নির্মুলের নামে মুসলিমনিধনের হোলি তো আর থেমে নেই।
ইতিহাস বলছি না। দীর্ঘল আখ্যান বলেছেন পলিটিকাল গবেষকরা। ৮০ ভাগ সুন্নির ওপর ১০ ভাগ শিয়ার লাট হাফিজ আল-আসাদের বেটা বাসারের কূটচালে এবং মধ্যপ্রাচ্যে রাশিয়ার সর্বশেষ ভরসাস্থল সিরিয়া হাতে রাখার দ্ব›েদ্ব প্রতিদিনের পয়লা সকাল রক্তমাখা। নিত্য নামছে কেয়ামতের বিভীষিকা।
জঙ্গি-বিমান আর ট্যাংকের গর্জনে কাঁপছে আকাশ-বাতাস। মানুষ মরছে; গুলির আঘাতে, মিসাইলের হুংকারে, মেশিনগানের গোলাবর্ষণে, ইটপাথরে চাপা পড়ে, এবং না খেয়ে পথের ধারে। ফুলশিশুরা পৃথিবীর প্রতি অভিমানের শ্লোকভরা চিরকুট লিখে লিখে বিয়োগ হচ্ছে স্বার্থপর-পৃথিবীর দুর্ভাগা এই ভগ্ন-জনপদ থেকে।
আর আরবলিগ? আর ওআইসি? আর খাদিমুল হারামাইন? আর মুসলিমদুনিয়ার রাঘব-বোয়াল শাসক? আমাদের স্বার্থপর নিদ্রা ও বাতাসে হাহাকারের কবিতা, এবং বাসার আল-আসাদের অংকের পাঠ; স্রেফ প্রশ্নবোধক চিহ্ন!
মে ২০১৮