আল্লামা শাহ আহমদ শফী রহ.।
অকস্মাৎ তাঁর আগমন ঘটেছিল আমাদের জাতীয় জীবনে। এমনিতে তিনি ছিলেন নিভৃতচারী, প্রচারের আলো থেকে বিমুখ এক হাদিসের শিক্ষক। বাংলাদেশের সর্ববৃহৎ মাদরাসার মহাপরিচালক হওয়া সত্ত্বেও তাঁর পরিচয়ের সঙ্গে পেহচান ছিল না অধিকাংশ বাঙালির। কিন্তু সময়ের ঘূর্ণাবর্ত তাঁকে নিয়ে এল পাদপ্রদীপের আলোর নিচে। এর পর থেকে তিনি বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের প্রধান পুরুষ। একবাক্যে সকলের মান্যজন। তাঁর বয়স তখন এক শ ছুঁই ছুঁই।
যে বয়সে মানুষ হাসপাতাল বা বাড়ির বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গোনে, সেই বয়সে তিনি হাতে তুলে নিয়েছিলেন দ্বীনরক্ষার অবিনাশী ঝাণ্ডা। ধর্মরক্ষার আহ্বানে বার্ধক্য আর শারীরিক অপারগতা তাঁকে দমাতে পারেনি, হুইল চেয়ারে করে দাপিয়ে বেড়িয়েছেন চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী কিংবা বাংলার প্রত্যন্ত অঞ্চল। প্রতিমাসে দু-একবার করে তাঁকে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে হতো। খানিকটা সুস্থ বোধ করলে আবার ছুটে যেতেন বক্তৃতার মঞ্চে কিংবা হাদিসের দরসে। মৃত্যুভয় তাঁর কাছে ছিল তুচ্ছ।
এই মহান মানুষটি মারা গেলেন গতমাসে। তাঁর মৃত্যু পূর্ববর্তী ঘটনা-দুর্ঘটনা নিয়ে কথা বলার জায়গা এটি নয়, আমরাও সেগুলো নিয়ে ক্যাচালের লোক নই। তবে স্বভাবে আমরা যে নিমকহারাম, মানুষ হিসেবে আমরা যে অকৃতজ্ঞ-এ কথা কোনোদিনই আর অস্বীকার করব না। যে মানুষটি জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে নিজের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে মাঠে ময়দানে ছুটে বেড়িয়েছেন দ্বীনের জন্য, তাঁকে আমরা অজ্ঞতাপ্রসূত বালখিল্যতায় বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম। তাঁর জীবনের সকল অর্জন, ত্যাগ, ইসলামের জন্য তাঁর প্রাণান্ত প্রচেষ্টা নিমিষে ভুলে গিয়ে বৃদ্ধ মানুষটিকে দোষী সাব্যস্ত করে বসলাম। আমাদের অকৃতজ্ঞতার নমুনা এমন।
যে বৃদ্ধ আপনার দ্বীন-ধর্ম রক্ষার জন্য বার্ধক্যে জর্জরিত শরীর নিয়ে দিন-দিনান্তে ছুটে বেড়িয়েছেন, তাঁর অবদান আমাদের কাছে কেন মুখ্য হলো না-এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কেবলই সোস্যাল মিডিয়ায় চলতি মুখরোচক গুজব আর অসত্য মানুষের বানোয়াটি খবরাখবরে অভ্যস্ত হয়ে পড়ছি। যারা নিজেদের স্বার্থে সোস্যাল মিডিয়ায় ধর্মের নামে বিরাট বিরাট বুলি কপচায়, আমরা তাদের সিপাহসালার জ্ঞান করি। আর মধ্যরাতে একা যে অশ্বারোহী নিকষ তমসা ভেদ করে ছুটে চলেছেন, তাঁর অর্জন রয়ে যায় অজ্ঞতার তিমিরে।
আমরা কবে আঁধারের পর্দা সরিয়ে সত্যকে দেখতে শিখব?
© 2021 নবধ্বনি - Developed by Shabaka IT